Wednesday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২ এ ০৮:১৪ AM

পত্র পত্রিকা

কন্টেন্ট: পাতা

১৮৭৫ খ্রীস্টাব্দে “আর্য প্রদীপ” ও “কৌমুদী” নামক দু’টি  মাসিক পত্রিকা প্রকাশিত হতো। ১২৮৭ বঙ্গাব্দ থেকে “আর্যপ্রভা” নামে একটি মাসিক পত্রিকা প্রকাশিত হতো।১৯৭৮ খ্রীস্টাব্দ থেকে “জানিরা” নামক উপজাতীয় কালচারাল একাডেমীর গবেষণা পত্রিকা প্রকাশিত হয়া শুরু হয়। মাটির সুবাস নামে সাহিত্য ত্রৈমাসিক একটি পত্রিকা উপর্যুক্ত একাডেমী প্রকাশ করে। এ দু’টি পত্রিকা এখনো প্রকাশন চালিয়ে যাচ্ছে। এছাড়াও “স্মৃতি কানন” ও “সুসং বার্তা” নামে একটি সাহিত্যপত্র কিছুদিন প্রকাশের পর বন্ধ হয়েযায়।বর্তমানে“একুশ শতকের স্রোত”, ‘‘সোমেশ্বরী”ও “জলসিঁড়ি” ত্রৈমাসিক পত্র  দুর্গাপুর থেকে প্রকাশিত হয়।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন