এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা প্রতিনিধি, মিডিয়াকর্মী ও অন্যান্য গুরুত্বপূর্ন দপ্তরের ব্যক্তিবর্গ সমন্নয়ে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল আহসান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর সহ ইউপি চেয়ারম্যানগন।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্র্রুতি মুজিববর্ষ উপলক্ষে কেউ ভূমিহীন থাকবেনা, এ বিষয়কে সামনে রেখে দুর্গাপুর উপজেলায় ১ম পর্যায়ে ৩৫টি, ২য় পর্যায়ে ৪৫টি এবং তয় পর্যায়ে ২৫টিসহ মোট ১০৫টি ”ক” শ্রেনীর ভূমিহীন’কে পূণর্বাসিত করা হয়েছে। এই উপজেলায় আরো কোন ভূমিহীন বা গৃহহীন থাকলে জনপ্রতিনিধি ও মিডিয়া কর্মীগনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস