Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন
খেলাধুলা :
এ অঞ্চলের মেয়েরা সাধারণত এক্কা- দুক্কা, থাপড়ী, তালুক, মুগল- পাঠান, ষোলকডি, পুতুল বিয়ে ইত্যাদি খেলা খেলে থাকে।
নৌকা বাইচ:

এ অঞ্চলে খুবই জনপ্রিয় ছিল নৌকাবাইচ প্রতিযোগিতা । কিন্তু বর্তমানে কিছুটা হ্রাস পেয়েছে। তবু বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিক ভাবে না হলেও গ্রামের যুবকরা নিজেদের উদ্দ্যোগে নৌকাবাইচ প্রতিযোগিতা করে। দুর্গাপুরের দক্ষিণাংশের গ্রামগুলোতে বর্ষাকালে মাছধরা আর নৌকাবাইচই যুবকদের নিত্য নৈমিত্তিক কাজ। অন্যান্য খেলাধুলার মধ্যে হাডুডু, দারিয়াবান্দা, গোল্লাছুট, বৌঁছি, গুডিবাড়ি ইত্যাদি খেলার প্রচলন আছে।

মেলা :
০১. দুর্গাপুর কলেজ মাঠ- চৈত্র সংক্রান্তির দিনে।
০২. মণিসিংহ মেলা- মণিসিংহের মৃত্যু তারিখ থেকে সপ্তাহ ব্যাপী এ মেলা চলে ।
০৩. দুর্গাপুরের অষ্ঠমীখলাটি আত্রাখালী নদীতে ভেঙ্গে যাওয়ায় সে মেলাটি আর বসেনা।
সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান:
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো- দু’ঈদ ও স্থানীয় ওয়াজ মাহফিল । ওয়াজ মাহফিল গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো :
১.জামিয়া শাহিদীয়া এমদাদীয়া মাদ্রাসা- ঝাঞ্জাইল।
২.জামে উল উলুম মাদ্রাসা, দুর্গাপুর।
৩.মউ মাদ্রাসা।

৪.এশায়েতুল উলুম মাদ্রাসা, লক্ষ্মীপুর।