Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খনিজ সম্পদ
এই এলাকার প্রধান খনিজ সম্পদ হচ্ছে- চিনামাটি বা সাদা মাটি। নিচে খনিজ সম্পদের তারিকা দেয়া হলো :
( ১) চিনা মটি।
(২) কাকর মাটি।
(৩) নূড়ী পাথর।
(৪) কয়লা।

প্রাকৃতিকভাবে প্রাপ্ত এ ভান্ডারে রয়েছে সাদামাটি (হোয়াইট ক্লে) এবং অবকাঠামো নির্মাণ সহ কাঁচ তৈরির একমাত্র উপযুক্ত সিল্কী বালু। সাদামাটি (হোয়াইট ক্লে)দূর্গাপুর উপজেলায় অবস্থিত। এ মাটি দিয়ে সিরামিক জাতীয় সামগ্রী নির্মাণ করা হচ্ছে। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন প্রতিষ্ঠান/কোম্পানী এ মাটি উত্তোলন করছে। এ উপজেলায় প্রাপ্ত সিলিকা বালু অবকাঠামো নির্মাণ ও কাঁচ নির্মাণে অত্যন্ত সহযোগি হওয়া সত্ত্বেও উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিপুল পরিমাণ রাজস্ব হারাতে হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটালে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পথ সৃষ্টি হতো এবং গড় আয় বৃদ্ধি পেতো।